আফগানিস্তান ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো কাতার

আফগানিস্তান ইস্যুতে নিজের অবস্থান ফের স্পষ্ট করেছে কাতার। সোমবার দোহায় এ নিয়ে কথা বলেছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে কাজ করে যাবে তার দেশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আল থানি বলেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রাখতে তুরস্ক ও তালেবান কর্মকর্তাদের সঙ্গে কাজ করবে কাতার।

মেভলুত কাভুসোগলু বলেন, তুরস্ক আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে চায়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে সংলাপের আহ্বান জানান। রাজনৈতিক ও মানবিক দিকগুলোও আলাদা করে দেখার আহ্বান জানান তিনি।