ফাইজারের টিকা গ্রহণের পর নিউ জিল্যান্ডে আরও এক মৃত্যু

ফাইজারের করোনা টিকা নেওয়ার সঙ্গে ২৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে নিউ জিল্যান্ডের কর্তৃপক্ষ। সোমবার কর্তৃপক্ষ জানায়, প্রথম ডোজ গ্রহণের পর ওই ব্যক্তির হৃদযন্ত্রের পেশী ফুলে যায়। বিরল এই অবস্থার নাম মায়োকার্ডিটিস।

টিকা গ্রহণের বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে নিউ জিল্যান্ডে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে আগস্টে এক নারী প্রথম ডোজ নেওয়ার পর মারা যায়।

নিউ জিল্যান্ডের স্বাধীন টিকা নিরাপত্তা পর্যবেক্ষণকারী বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী বোর্ড মনে করছে এই ব্যক্তির মায়োকার্ডিটিস সম্ভবত টিকা গ্রহণের জন্য হয়েছে।’

টিকা নেওয়ার দুই সপ্তাহের মধ্যে মারা যায় ওই ব্যক্তি। লক্ষণের জন্য তিনি মেডিক্যাল পরামর্শ কিংবা চিকিৎসা নেননি। মায়োকার্ডিটিস রোগে হৃদেযন্ত্রের পেশীর ফুলে যায় যাতে করে যন্ত্রটির রক্ত সঞ্চালন ক্ষমতা সীমিত হয়ে পড়ে এবং হৃদস্পন্দন বদলে যাওয়ার কারণ হতে পারে।

ফাইজারের এক মুখপাত্র জানিয়েছেন, নিউ জিল্যান্ডে মৃত্যুর বিষয়টি সম্পর্কে তারা অবগত। একই সঙ্গে টিকার সকবল বিরুপ পার্শ্বপ্রতিক্রিয়ার সব রিপোর্টই পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা।

নিউ জিল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, বিরুপ পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও টিকা গ্রহণে ঝুঁকির চেয়ে সুবিধা অনেক বেশি।

সূত্র: রয়টার্স