ভারতের রাফালে ‘মোকাবিলায়’ পাকিস্তানের নতুন স্কোয়াড্রন

চীনের কাছ থেকে ২৫টি যুদ্ধবিমানে একটি নতুন স্কোয়াড্রন কিনেছে পাকিস্তান। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, চীনের বহুমূখী জে-১০সি যুদ্ধবিমান আগামী বছরের ২৩ মার্চ পাকিস্তান দিবসসের মহড়ায় এগুলো যোগ দেবে। ভারতের রাফালে যুদ্ধবিমান কেনার পাল্টা পদক্ষেপ হিসেবে এগুলো কেনা হচ্ছে।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিআইপি অতিথিরা প্রথমবারের মতো পাকিস্তান আসছেন। ফ্লাই-পাস্ট অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। রাফালে মোকাবিলায় পাকিস্তানের বিমানবাহিনী চীনের জে-১০সি যুদ্ধবিমান নিয়ে পারফর্ম করবে।

চীনের  অন্যতম নির্ভরযোগ্য যুদ্ধবিমান হলো জে-১০সি। গত বছর চীন-পাকিস্তান যৌথ মহড়ায় এই বিমান অংশ নেয়।

পাকিস্তান ইতোমধ্যে এফ-১৬ যুদ্ধবিমান একটি বহর কিনেছে। ভারত ফ্রান্সের কাছ থেকে রাফালে যুদ্ধবিমান কেনার পর সব সময়ের জন্য সামরিক উড়োজাহাজ কিনতে চাইছিল দেশটি। সূত্র: এনডিটিভি