পক্ষত্যাগ করে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লেন দক্ষিণের নাগরিক

দুই দেশের মধ্যকার সুরক্ষিত সীমানা পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছেন দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক। বিরল এ পক্ষত্যাগের ঘটনা ঘটে ১ জানুয়ারি শনিবার রাতে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে দুই কোরিয়াকে পৃথক করা ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্ব পাশে এক ব্যক্তির উপস্থিতি টের পায় দক্ষিণের সেনারা। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, রাত ১০টা ৪০ মিনিটের দিকে তারা ওই ব্যক্তির সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় চলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হন।

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ২০২০ সাল থেকে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। ওই বছরের সেপ্টেম্বরে সমুদ্রে হারিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করে উত্তরের সেনারা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশটি দাবি করে, কোভিডের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির কারণেই ওই কর্মকর্তাকে গুলি করতে বাধ্য হয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত ওই ঘটনায় ক্ষমা চায় দেশটি।

শনিবার পক্ষত্যাগ করে সীমান্ত পাড়ি দেওয়া ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। সিউলও জানিয়েছে, ওই ব্যক্তি জীবিত আছেন কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেনি। তবে তার সুরক্ষা নিশ্চিতের অনুরোধ জানিয়ে এরইমধ্যে পিয়ংইয়ংকে নোটিশ পাঠিয়েছে সিউল।