পাকিস্তানে তুষার ঝড়ে আটকে পড়া ১৬ পর্যটকের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষার ঝড়ে হিম শীতল আবহাওয়ায় আটকে পড়া অন্তত ১৬ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তুষারপাত দেখতে প্রতিবছর এলাকাটিতে অসংখ্য পর্যটক ভীড় করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাজধানী ইসলামাবাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত মুরি এলাকায় সহস্রাধিক যানবাহন এখনও আটকা রয়েছে। সরকার এলাকাটিকে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, গত ১৫-২০ বছরের মধ্যে এবার মুরিতে এত বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। যা বড় সংকট তৈরি করেছে।  

মন্ত্রী জানান, প্রায় ১ হাজার গাড়ি হিল স্টেশনে আটকা পড়েছে। ১৬ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে তাদের গাড়ির ভেতরে। সেনাবাহিনীর প্লাটুন ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে উদ্ধার অভিযানে বেসামরিক কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য।

শুক্রবার শেষ রাতে সরকার হিল স্টেশনমুখী সব সড়কে যান চলাচল বন্ধ করেছে। যাতে করে এলাকাটিতে নতুন করে পর্যটকদের আগমন না ঘটে।