বেইজিংয়ে শি জিনপিং-পুতিনের বৈঠক আজ

শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকে কেন্দ্র করে  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হবে পুতিনের। এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রায় দুই বছর পর চীনে কোনও দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন শি। ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনাসহ অন্যান্য বিষয় নিয়ে দুই নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে।

কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে দিয়ে বেইজিং-এ বসছে বহু আলোচিত শীতকালীন অলিম্পিক। অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত ২০ দেশের নেতার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা চীনের প্রেসিডেন্টের। অলিম্পিকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজধানীতে পুতিন ও শি’র দেখা হতে যাচ্ছে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে দুই দেশ যৌথ বিবৃতি দিবে বলে জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা। পরে বেইজিংয়ের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অলিম্পিক অনুষ্ঠানে যোগ দেবেন এই দুই নেতা।

করোনা মহামারীর শুরু পর ২০২০ সালের জানুয়ারির পর চীনের বাইরে সফরে বের হননি শি জিনপিং। চীনের পাশপাশি পুরো বিশ্বে করোনার সংক্রমণের কারণে অনেকটা ঘরবন্দি হয়ে পড়েন তিনি।