ন্যাটোর সম্প্রসারণ বন্ধের আহ্বান পুতিন ও শি'র

পূর্ব ইউরোপে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের জোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেনকে ঘিরে শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করে সংকট সমাধানে আলোচনারও তাগিদ দিয়েছেন তারা। 

শুক্রবার বেইজিংয়ে দুই নেতার বহুল আলোচিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানান। বেইজিং-এর স্থানীয় সময় সন্ধ্যায় শীতকালীন অলিম্পিক-২০২২ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পুতিন-শি সরাসরি সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশেগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক চরম অবনতির মধ্যে বেইজিংয়ে পৌঁছান পুতিন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ন্যাটোর আরও সম্প্রসার বিস্তারের বিরোধিতা এবং নর্থ অ্যাটলান্টিক জোটকে শীতল যুদ্ধের সময়কার পন্থা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সূত্র: আরটি