পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর বরখাস্ত

বরখাস্ত হলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ার। পাকিস্তান পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার মধ্যেই তার বরখাস্তের খবর এলো।

এক টুইট বার্তায় কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন গভর্নরের নাম পরে জানানো হবে। আপাতত ডেপুটি স্পিকার (প্রাদেশিক পার্লামেন্ট) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ওমর সরফরাজ চিমাকে পাঞ্জাবের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কেন আগের গভর্নরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশে রবিবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাহবাজ গিল প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর কিছুক্ষণ আগেই ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যায়িত করে প্রস্তাবটি বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অনাস্থা প্রস্তাব বাতিলের মধ্য দিয়ে বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন ডেপুটি স্পিকার।

সূত্র: জিও নিউজ, ডন