কলম্বিয়ায় অতি বর্ষণে বন্যা, ১০ জনের মৃত্যু

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যান্টিওকুইয়া প্রদেশে অতি বর্ষণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন।

বৃহস্পতিবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ডাগরান) পরিচালক জেমস গোমেজ জানিয়েছেন, ভারি বৃষ্টিতে বুধবার গভীর রাত থেকে বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বন্যায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে থাকা ২০টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। ভারি বর্ষণে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন জায়গায় ভূমিধসে গ্রামের রাস্তায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে টুইট বার্তায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি বলেন, ত্রাণ সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

চলতি বর্ষায় এ অ্যান্টিওকুইয়া প্রদেশ এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা।