ইজ্জতের মালিক আল্লাহ: ইমরান খান (ভিডিও)

প্রধানমন্ত্রিত্ব হারানোর পর সোমবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো পাকিস্তানের পার্লামেন্টে গেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এর আগে রবিবার রাতে দেশটির বিভিন্ন শহরে বড় ধরনের বিক্ষোভে অংশ নেন ইমরান সমর্থকরা। এদিন ওই বিক্ষোভের মাধ্যমে পিটিআইর শক্তি প্রদর্শনের বিষয়ে জানতে চাইলে ইমরান খান বলেন, ‘ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ।’

সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খান পার্লামেন্টে পৌঁছালে তার সমর্থনে স্লোগান দিতে থাকেন দলীয় আইনপ্রণেতারা। পরে দলের সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন পাকিস্তানের সদ্য বিদায়ী এই প্রধানমন্ত্রী।

ডনের খবরে বলা হয়েছে, রবিবার রাতে রাজধানী ইসলামাবাদ ছাড়াও করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, জাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর ও অ্যাবোটাবাদে বিক্ষোভ হয়েছে। এছাড়া বাজাউর, লোয়ের দির, সাংলা, কোহিস্তান, মানেসরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজি খান এবং মান্দি বাহাউদ্দিনের মতো শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী ইসলামাবাদের জিরো পয়েন্টে জড়ো হয়ে পতাকা নাড়িয়ে, স্লোগান দিয়ে ইমরানের পক্ষে স্লোগান দেন সমর্থকরা। বড় ধরনের বিক্ষোভের ফলে এ সময় মহাসড়কের বিশাল ট্রাফিক জ্যাম দেখা দেয়।