উপহারের নেকলেস বিক্রির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু

উপহার পাওয়া একটি দামী নেকলেস বিক্রি করে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের শীর্ষ তদন্ত সংস্থা। প্রধানমন্ত্রী থাকার সময়ে উপহার পাওয়া নেকলেসটি ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবর জানিয়েছে।

আইন অনুযায়ী, রাষ্ট্রীয় কর্মকর্তারা কোনও অতিথির কাছ থেকে উপহার পেলে সেগুলো তোষাখানায় জমা করতে হয়। উপহার কিংবা তার অর্থমূল্যের অর্ধেক তোষাখানায় জমা দিতে ব্যর্থ হলে তা বেআইনি কাজ বিবেচনা করা যাবে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপহার হিসেবে পাওয়া নেকলেসটি তোষাখানায় জমা দেওয়ার বদলে ইমরান খান তার সাবেক বিশেষ সহকারি জুলফিকার বুখারিকে দেন। তিনি সেটি নিয়ে লাহোরের একটি জুয়েলারি দোকানে ১৮ কোটি রুপিতে বিক্রি করেন।

ওই ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। সরকারি উপহার ব্যক্তিগত সংগ্রহে রাখতে হলে এর মূল্যের অর্ধেক তোষাখানায় জমা দিতে হয়। তবে গত সপ্তাহে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান নেকলেস বিক্রির অর্থের সামান্য কিছু অংশ তোষাখানায় জমা দেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।