ইসরায়েলকে সতর্ক করলো ইরান

তেহরানের বিরুদ্ধে সামান্যতম কোনও পদক্ষেপও না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। সোমবার ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শনকালে দেওয়া ভাষণে এমন সতর্কবার্তা উচ্চারণ করেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইব্রাহিম রাইসি বলেন, ‘জায়নবাদী শাসকদের প্রতি আমাদের বার্তা হলো যে, আপনারা যদি এই অঞ্চলের কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে থাকেন, তবে এটা অবশ্যই জানা দরকার যে, আপনাদের ক্ষুদ্রতম পদক্ষেপগুলোও আমাদের গোয়েন্দা, নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর কাছে গোপন নেই।’

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুর যেকোনও বিদ্বেষী তৎপরতার জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ইরানের সামরিক শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা পশ্চিম এশিয়াসহ গোটা বিশ্বেই আলোচিত।

ইব্রাহিম রায়িসি বলেন, ইরানের সেনাবাহিনী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই বাহিনী বিশ্বের সব বঞ্চিত ও নির্যাতিত মানুষের আস্থা ও ভরসার স্থলে পরিণত হয়েছে। কারণ তেহরানের নীতিতে মজলুমদের প্রতি সমর্থনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের সেনাবাহিনীর জন্য শাপে বর হয়েছে বলে উল্লেখ করেন রায়িসি। তিনি বলেন, সেনাবাহিনী মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে নিয়েছে। তারা এটিকে নিজেদের শক্তি বাড়াতে কাজে লাগিয়েছে। সামরিক শিল্পের উন্নয়নে এই নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কাজে লেগেছে।