শাহবাজের মন্ত্রিসভায় কারা কোন দায়িত্ব পাচ্ছেন?

জাতীয় পরিষদে (এনএ) শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় শপথ নিয়েছেন তার মন্ত্রীরা। মঙ্গলবার ৩১ জন মন্ত্রী শপথ নিয়েছেন।

নতুন সরকারে এখন পর্যন্ত ৩১ জন কেন্দ্রীয় মন্ত্রী, তিন জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপদেষ্টা রয়েছেন।

এখন পর্যন্ত কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তার একটি খসড়া প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ওই তালিকা অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মরিয়ম আওরঙ্গজেব, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, অর্থ ও রাজস্বমন্ত্রী মিফতাহ ইসমাইল, আইন ও বিচারমন্ত্রী আজম নাজির তারার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী নওয়াবজাদা শাজাইন বুগতি, ধর্ম বিষয়কমন্ত্রী মুফতি আবদুল শাকুর।

স্টেটস অ্যান্ড ফ্রন্টিয়ার রিজিয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ তালহা মাহমুদ, যোগাযোগমন্ত্রী আসাদ মাহমুদ, খাদ্য ও নিরাপত্তামন্ত্রী তারিক বসির চিমা, আইটি ও টেলিকমিউনিকেশন মন্ত্রী সৈয়দ আমিন-উল-হক।

শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুর্তজা মাহমুদ, প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী মুহাম্মদ ইসরার তারিন, রেলমন্ত্রী খাজা সাদ রফিক, পার্লামেন্ট বিষয়কমন্ত্রী মুর্তজা জাভেদ আব্বাসি।

শপথের পর বুধবার স্থানীয় সময় সকাল দশটায় মন্ত্রিসভার প্রথম বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।