ফিলিপাইনে কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন

ফিলিপাইনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে প্রচুর মানুষকে ভোট দিতে লাইনে দাঁড়াতে দেখা গেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ কোটি মানুষের দেশ ফিলিপাইনে কয়েক লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ জন সিনেটর, ৩০০ আইনপ্রণেতাসহ ১৮ হাজার প্রতিনিধি নির্বাচিত করবেন বলে জানা গেছে। 

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র বিজয়ী হবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তিনি ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোসের ছেলে। নির্বাচিত হলে ৩৬ বছর আগে গণঅভুথ্যানে ক্ষমতা হারানো মার্কোস পরিবার আবারও ফিলিপাইনের ক্ষমতায় ফিরবে।

২০১৬ থেকে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব আছেন রদ্রিগো দুয়ার্তে। তবে এবার প্রেসিডেন্ট পদে লড়ছেন না তিনি। বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠত হচ্ছে।