শ্রীলঙ্কার পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কার চলমান জটিল রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর এক টুইটে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারী এবং নিরপরাধ পথচারীদের ওপর সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন। সব শ্রীলঙ্কানদের প্রতি অনুরোধ, তারা যেন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করার প্রতি মনোনিবেশ করে।’

সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দিনই যুক্তরাষ্ট্রের তরফে এমন বক্তব্য এলো। এদিকে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের ঘোষণা শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। তারা মাহিন্দার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছে।

চলমান সংঘাতে সোমবার থেকে এ পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯০ জনেরও বেশি মানুষ। নিহতের মধ্যে একজন এমপিও রয়েছেন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে তিনি নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় সোমবারই দেশজুড়ে কারফিউ জারি করা হয়। পরে এর মেয়াদ বুধবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে বিক্ষোভকারীরা রাজাপাকসে, সাবেক মন্ত্রী ও এমপিদের বাড়িতে হামলা চালায়। এ সময় দক্ষিণ শ্রীলঙ্কার হাম্বানটোটায় রাজাপাকসে পরিবারের পৈতৃক বাড়িও আক্রান্ত হয়।