পাইলটের ফোন ট্র্যাক করে খোঁজ মিললো নেপালের নিখোঁজ উড়োজাহাজের

কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাঁচ ঘণ্টা পর সন্ধান মিলেছে নেপালের তারা এয়ারের নিখোঁজ উড়োজাহাজের। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। এর ১৫ মিনিটের মাথায় এটি উধাও হয়ে যায়। শেষ পর্যন্ত মুস্তাং জেলার কোয়াংয়ে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানের পাইলটের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা এটির অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছেন।

স্থানীয়রা নেপালের সেনাবাহিনীকে জানিয়েছেন, উড়োজাহাজটি মানাপাথি হিমাল ভূমিধসের নিচে লামচে নদীমুখে বিধ্বস্ত হয়েছে।

বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের ছোট্ট বিমানটি নেপালের পর্যটন শহর পোখরা থেকে পশ্চিমের শহর জমসমে যাচ্ছিল। এতে থাকা ২২ আরোহীর মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানি, দুই জন জার্মান ও ১৩ জন নেপালের নাগরিক।

নেপাল সরকারের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত আবহাওয়ার কারণেই বিমানটি মাঝপথে হারিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তল্লাশিতে নামে নেপালি সেনা ও সিভিল এভিয়েশন। তার আগে নেপাল টেলিকম বিমানের ক্যাপ্টেন প্রভাকর গিমিরের মোবাইল ফোন ট্র্যাক করে উড়োজাহাজটির অবস্থান খুঁজে বের করে। পাইলটের ফোনে রিং হয়েছে বলেও জানা গেছে। সূত্র: জি নিউজ, এনডিটিভি।