দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরল মহড়া যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরল বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের মধ্যেই দুই দেশের মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হলো। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চার বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটনের একটি বিমানবাহী রণতরীও এতে অংশ নিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, জাপানের ওকিনাওয়া দ্বীপের আন্তর্জাতিক পানিসীমায় তিন দিনের এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিমান প্রতিরক্ষা, অ্যান্টি শিপ, অ্যান্টি সাবমেরিন এবং সামুদ্রিক অভিযানের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ংইয়ং তার সপ্তম ভূগর্ভস্থ বিস্ফোরণের প্রস্তুতির জন্য একটি বিস্ফোরণ যন্ত্র নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে।