সস্তায় তেল কিনতে মন্ত্রীদের রাশিয়া পাঠাচ্ছে শ্রীলঙ্কা

নগদ সংকটে থাকা শ্রীলঙ্কা ঘোষণা দিয়েছে, সস্তায় তেল কেনার চেষ্টার জন্য রাশিয়া ও কাতারে মন্ত্রীদের একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে। জ্বালানি ফুরিয়ে গেছে বলে সরকারের ঘোষণার একদিন পর একথা জানালো দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জ্বালানি মন্ত্রী কাঞ্চন বিজেসেকেরা জানান, সোমবার দুজন মন্ত্রী রাশিয়া যাবেন। গত মাসে ক্রয়কৃত ৯০ হাজার টন সাইবেরীয় অপরিশোধিত তেলের পাশাপাশি আরও তেল পাওয়া যায় কিনা সেই চেষ্টা করবেন তারা।

দুবাইভিত্তিক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কোরাল এনার্জির মাধ্যমে ওই তেল কেনার চুক্তি হয়েছিল। কিন্তু রাজনীতিকরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে তেল কেনা নিয়ে আলোচনার জন্য।

রবিবার কলম্বোতে সাংবাদিকদের বিজেসেকেরা বলেন, দুই মন্ত্রী রাশিয়া যাচ্ছেন এবং আমি আগামীকাল (সোমবার) কাতার যাচ্ছি। চেষ্টা করে দেখব ছাড়কৃত দামে কিছু পাওয়া যায় কিনা।

শনিবার বিজেসেকেরা ঘোষণা দেন, শ্রীলঙ্কায় পেট্রোল ও ডিজেল কার্যত ফুরিয়ে গেছে। ব্যাংকিং কারণে বেশ কয়েকটি জ্বালানির চালান অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হওয়ার পর এই পরিস্থিতি দেখা দিয়েছে।

পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে তিনি জানিয়েছিলেন, মাত্র দুই দিনের চাহিদা মেটানোর মতো জ্বালানি তাদের মজুত রয়েছে এবং এটি সংরক্ষণ করা হয়েছিল অত্যাবশ্যক সেবার জন্য।

রাষ্ট্রীয় পরিচালিত সিলন পেট্রোলিয়াম করপোরেশন রবিবার ডিজেল ও পেট্রোলের দাম বাড়িয়েছে। ১৫ শতাংশ বেড়ে ডিজেলের প্রতি লিটার হয়েছে ৪৬০ রুপি (১.২৭ ডলার) এবং ২২ শতাংশ বেড়ে পেট্রোলের দাম এখন ৫৫০ রুপি (১.৫২ ডলার)।

এই বছরের শুরুর দিক থেকে শ্রীলঙ্কায় জ্বালানির দাম বাড়তে থাকে। ইতোমধ্যে ডিজেলের দাম চারগুণ এবং পেট্রোলের দাম তিনগুণ বেড়েছে।