থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৩

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। চনবুরি প্রদেশে বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগে বলে জানিয়েছেন একজন উদ্ধারকারী কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে সাওয়াং রোজানাথম্মাসথান রেসকিউ ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ব্যাংককের দক্ষিণে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে চনবুরি প্রদেশের সত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে (বৃহস্পতিবার ১৮০০ জিএমটি) ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

রেসকিউ সার্ভিসের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্লাবে উপস্থিত মানুষেরা মরিয়া হয়ে চিৎকার করে ক্লাব থেকে পালানোর চেষ্টা করছেন, তাদের জামা-কাপড় পুড়ে গেছে, তাদের পেছনে আগুন জ্বলছে।

উদ্ধারকারী সংস্থাটি বলেছে, ক্লাবের দেয়ালে মিউজিক্যাল সরঞ্জামের দাহ্য ফোম আগুনের বিস্তার ত্বরান্বিত করেছে এবং এটি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।

সংস্থাটি আরও জানায়, মৃতদের মধ্যে চারজন নারী ও ৯জন পুরুষ, বেশিরভাগের মৃতদেহ ক্লাবের প্রবেশ পথ ও বাথরুমে পাওয়া গেছে, তাদের দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে।

নিহতরা সবাই থাই নাগরিক বলে ধারণা করা হচ্ছে।