তাইওয়ান ইস্যুতে এবার কানাডিয়ান কূটনীতিককে তলব চীনের

তাইওয়ান ইস্যুতে এবার বেইজিংয়ে নিযুক্ত কানাডার একজন কূটনীতিককে তলব করেছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে নিযুক্ত কানাডিয়ান কূটনীতিক জিম নিকেলকে তলব করা হয়েছে। কানাডার অংশগ্রহণে তাইওয়ান ইস্যুতে জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতির ঘটনায় তাকে তলব করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী জি ফেং বৃহস্পতিবার নিকেলকে তলব করেছেন। তিনি কানাডাকে তাইওয়ান ইস্যুতে অবিলম্বে তার ভুল সংশোধন কিংবা যাবতীয় পরিণতি বহনের আহ্বান জানান।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে বিভিন্ন সেক্টরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার মতো বিষয়গুলোও রয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা স্থগিতের এই ঘোষণা দিয়েছে।

বেইজিং বলছে, পেলোসি ওই সফরের মধ্য দিয়ে তাইওয়ানে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।