সন্ত্রাসবাদের মামলায় জামিন পেলেন ইমরান খান

পুলিশের দায়ের করা সন্ত্রাসবাদ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে এই মাসের শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

শুক্রবার দেওয়া এক ভাষণে ইমরান খান এক পুলিশ কর্মকর্তা ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের রায়ের আগের ঘটনাবলী পুলিশ ও খান সমর্থকদের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে গণসমাবেশ কর্মসূচি আয়োজন করে আসছেন।

সরকার বলছে, নির্ধারিত সময় অনুসারে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আদালতের বাইরে ইমরান খান সাংবাদিকদের বলেছেন, তিনি কখনও কাউকে হুমকি দেননি। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং শাহবাজ শরিফের সরকার তার জনপ্রিয়তা বাড়াতে ভীত।

এর আগে সন্ত্রাসবাদ মামলায় ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতে জামিনের আবেদন করেন। আদালতের হাজির হওয়ার পর সাধারণ অভিযুক্তের মতো তাকে হাঁটতে বলা হয়।

এসময় আদালতের বাইরে খান সমর্থকরা জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।