ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জিওফিজিক্স এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার ভোর থেকে এটি ছিল এই অঞ্চলে তৃতীয় কম্পন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, সকাল সাড়ে ১০টার আগে সুমাত্রার পশ্চিম উপকূলে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বিএমকেজি-এর একজন মুখপাত্র জানিয়েছেন, প্রথমে তারা ৬ দশমিক ৪ মাত্রার রেকর্ড করার কথা জানালেও পরে এটি সংশোধন করে ৬.১-এ নামিয়ে আনা হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার ভোর থেকে অঞ্চলটিতে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হানে। ভোরের আলো ফোটার আগেই ৫ দশমিক ২ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়। এর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ৫ দশকি ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সকাল সাড়ে ১০টার দিকে ৬.১ মাত্রার তৃতীয় কম্পনটি অনুভূত হয়।

দুর্যোগ সংস্থার তরফে লোকজনকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আফটারশকের আশঙ্কার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।