শি জিনপিংয়ের প্রশংসা করলেন পুতিন

ইউক্রেন যুদ্ধে ‘ভারসাম্যমূলক’ অবস্থান নেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার উজবেকিস্তানের রাজধানী সামারখন্দে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিন এই প্রশংসা করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

করোনাভাইরাস মহামারির শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন চীনের প্রেসিডেন্ট। এছাড়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটিই প্রথম স্বশরীরে বৈঠক পুতিনের।

বৈঠকে ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থানের জন্য শি জিনপিংয়ের প্রশংসা করেন পুতিন। তবে তিনি এটিও বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে বেইজিংয়ের প্রশ্ন ও উদ্বেগ থাকার বিষয়টিও তিনি অনুধাবন করতে পারছেন।

ইউক্রেনে আক্রমণের ঘটনায় রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকেছে চীন।

পুতিন বলেন, ইউক্রেন সংকটে আমাদের মিত্র দেশ চীনের ভারসাম্যমূলক অবস্থানকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এই বিষয়ে আপনাদের প্রশ্ন ও উদ্বেগ আমরা বুঝতে পারি। আজকের বৈঠকে অবশ্যই আমরা আমাদের অবস্থান তুলে ধরব।

তাইওয়ান ইস্যুতে চীনের প্রতি সমর্থনের কথা বলেছেন পুতিন। তিনি বলেন, আমরা একচীন নীতির প্রতি অটল। তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের উসকানির নিন্দা জানাই।