ভূমিকম্পে খেলনার মতো দুলে উঠলো ট্রেন (ভিডিও)

তাইওয়ানে রবিবার ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর জাপানে জারি করা হয় সুনামি সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরপি সংস্থা ইউএসজিএস শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭.২ বললে পরে তা কমিয়ে ৬.৯ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সাংবাদিক উমাশংকর সিং টুইটারে ভূমিকম্পের একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন ভূমিকম্পের সময় দুলে  উঠেছে।

টুইটে হিন্দি ভাষায় তিনি যা লিখেছেন তা ভাষান্তর করলে দাঁড়ায়, দেখুন স্টেশনে থেমে থাকা অবস্থায় ভূমিকম্পে কীভাবে ট্রেনটি কাঁপছে?

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় ২টা ৪৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং ব্যাপ্তি ছিল প্রায় ৫০ কিলোমিটার।