তাইওয়ান প্রণালিতে ফের মার্কিন যুদ্ধজাহাজ

ফের তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। তাইওয়ানের সঙ্গে বেইজিংয়ের তীব্র উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এ ঘটনা ঘটে। মার্কিন বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন যুদ্ধজাহাজ ছাড়াও কানাডার একটি ফ্রিগেটও এদিন তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনীর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র হিসাবে তার দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তাইওয়ান প্রণালিতে ‘অনুপ্রবেশের’ নিন্দা জানিয়ে বেইজিংয়ের তরফে বলা হয়েছে, তাদের সামরিক বাহিনী মার্কিন ও কানাডিয়ান জাহাজগুলোকে ‘সতর্ক’ করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর জাহাজ প্রায় নিয়মিতভাবে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এসব ঘটনা বেইজিংকে ক্ষুব্ধ করে তোলে। কেননা, বেইজিংকে তারা চীনের অংশ বলে মনে করে।