কেনিয়ায় পুলিশের গুলিতে নিহত পাকিস্তানি সাংবাদিক

কেনিয়ায় পুলিশের গুলিতে পাকিস্তানের সুপরিচিত সাংবাদিক আরশাদ শরিফ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় কেনিয়ার পুলিশ একটি তদন্ত শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর একজন সমালোচক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের কট্টর সমর্থক ছিলেন আরশাদ শরিফ।

হয়রানির অভিযোগ তুলে মে মাসে পাকিস্তান ত্যাগ করেন ৪৯ বছর বয়সী এই সাংবাদিক। কেনিয়া যাওয়ার আগে তিনি যুক্তরাজ্য ও দুবাই অবস্থান করেছেন।

পূর্ব আফ্রিকার দেশটিতে তিনি কী করছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ওভারসাইট অথরিটি জানায়, রবিবার সন্ধ্যায় কাজিয়াদো কাউন্টিতে একটি র‍্যাপিড রেসপন্স টিম পাঠানো হয়েছে। টিমটি পুলিশ কর্তৃক পাকিস্তানি নাগরিককে হত্যার অভিযোগ তদন্ত করবে।

প্রাথমিক পুলিশ প্রতিবেদন অনুসারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, পুলিশ কর্মকর্তারা ভুল করে চুরি হওয়া একটি গাড়ি শনাক্ত করেন। এই গাড়িটি শরিফ চালাচ্ছিলেন। রোড ব্লকে গাড়ি না থামার পর পুলিশ কর্মকর্তারা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন।

সাংবাদিক আরশাদ শরিফের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব তার মৃত্যু ঘিরে জল্পনার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছেন।