ইমরান খানের ওপর হামলা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের নিন্দা

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার পাঞ্জাবে পিটিআইর লংমার্চে হামলায় ইমরান খান আহত হওয়ার পর তিনি এই নিন্দা জানান। ডন এই খবর জানিয়েছে।

ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনায় শাহবাজ শরিফ নিন্দা জানিয়ে বলেছেন, ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন দিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। পিটিআই চেয়ারম্যান ও অপর আহতদের সুস্থতার জন্য আমি দোয়া করছি।

তিনি আরও বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নিরাপত্তা ও তদন্তের জন্য পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইমরান খান নিরাপদ আছেন কিন্তু পায়ে কয়েকটি গুলি লেগেছে। আশা করি তার অবস্থা আশঙ্কাজনক নয়।  

এক ভিডিও বার্তায় পাকিস্তানের আওয়ামী মুসলিম লিগ নেতা শেখ রশিদ দেশটির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

হামলায় গুলিবিদ্ধ হওয়া পিটিআই নেতা রক্তাক্ত পোশাকে জিও টিভিকে হাসপাতাল থেকে বলেছেন, আমাদের দলের অনেক নেতা আহত হয়েছেন। একজন নিহত হয়েছেন।

এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে সভা-সমাবেশ করে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান খান। এই দাবিতে গ্র্যান্ড ট্রাংক রোডে শুরু হয়ে লংমার্চটি ধীরে ধীরে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা।  

আরও পড়ুন: লংমার্চে হামলা, পায়ে গুলিবিদ্ধ ইমরান খান