ইমরান খানের ওপর হামলা: পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

পাকিস্তানের ওয়াজিরাবাদে দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। টুইটারে পিটিআইয়ের নেতা আসাদ উমর জানান, শুক্রবার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ এবং ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এটা চলবে।

বৃহস্পতিবার রাজনৈতিক সমাবেশে ইমরান খানকে লক্ষ্য করে গুলি করে হামলাকারীরা। তার পায়ে দুটি গুলি বিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। হামলায় একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক ফয়সাল সুলতান।

পাকিস্তানে আগাম জাতীয় নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে দ্বিতীয় দফা লংমার্চ শুরু করেন ইমরান। কিন্তু পুলিশি বাধায় প্রতিবন্ধকতার মুখে পড়ে তার লং মার্চ। কিন্তু নিজের দাবি আদায় করে যাওয়ার বিষয়ে অটল পাকিস্তানের এই সাবেক তারকা ক্রিকেটার।

এরমধ্যে তার ওপর হামলায় যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশ থেকে নিন্দা জানানো হয়েছে।