উ. কোরিয়াকে ভয় দেখাতে সুপার সনিক বোমারু ওড়ালো যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে ‘সুপার সনিক’ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিমান মহড়ার মধ্যেই পিয়ংইয়ংকে নিজেদের শক্তি প্রদর্শনে এমন পদক্ষেপ নেয় দেশটি। খবর আল জাজিরা’র।

এ বিষয়ে দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মার্কিন-দক্ষিণ কোরিয়া বিমান বাহিনীর যৌথ মহড়ার শেষ দিনে অন্তত একটি বি-১বি বোমারু বিমান অংশ নেয়। দ. কোরিয়ার সামরিক বাহিনী আরও বলেছে, উ. কোরিয়া সমুদ্রে চারটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

ভিজিল্যান্ড স্টর্ম নামে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া। এতে উভয় দেশের উন্নত এফ-৩৫ যুদ্ধবিমানসহ প্রায় ২৪০টি যুদ্ধ বিমান অংশ নেয়।

পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে এ মহড়ার আয়োজন করা হয়। গত সপ্তাহে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এ নিয়ে নিজ দেশের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে নিরাপদে থাকার নির্দেশ দেয় জাপান সরকার।

চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।