দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীন-রাশিয়াকে চাপে রাখতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা। কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট (আসিয়ান) সম্মেলনের শেষ দিনে এ কথা বলেন তিনি।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্য তিরস্কার করেন ল্যাভরভ।      

সাংবাদিকদের রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলের মহাকাশ আয়ত্বে নেওয়ার চেষ্টা করছে।

ল্যাভরভের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি পশ্চিমাদের।

এবারের আসিয়ান সম্মেলনে মিয়ানমারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় হয়। তবে মিয়ানমারে সামরিক শাসনে যে অস্থিরতা দেখা দিয়েছে তা গুরুত্ব পায় আলোচনায়। দেশটিতে দমন-পীড়ন বন্ধ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকসহ ইউরোপীয় ইউনিয়ন।