চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ জাপানের

চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাপান। রবিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এমন অভিযোগ তুলেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কম্বোডিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন ফুমিও কিশিদা। তিনি বলেন, চীন ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এর মধ্য দিয়ে তারা এই অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলছে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ জানানো হয়েছে।

বিবৃতিতে পূর্ব চীন সাগরে চীনা কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। বলা হয়, এই সাগরে চীন ক্রমাগতভাবে এমন সব কর্মকাণ্ড অব্যাহত রেখেছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন। তারা আঞ্চলিক উত্তেজনা বাড়ায় এমন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে।