ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দায়িত্ব গ্রহণের পর ইন্দোনেশিয়ায় এটিই হবে তার প্রথম কোনও সরকারি সফর। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ জানুয়ারি দুই দিনের এই সফরে যাচ্ছেন তিনি। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাম্বরি আবদুল কাদিরও তার সঙ্গে থাকবেন।

সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যকার সীমান্তসীমা নির্ধারণ, বাণিজ্য, জনশক্তি এবং পাম তেল সংক্রান্ত বিষয়াদি নিয়ে তাদের আলাপ হতে পারে।

২০২৩ সালে আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করবে ইন্দোনেশিয়া। ফলে দেশটিতে আনোয়ার ইব্রাহিমের আসন্ন সফরে মিয়ানমার পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।