দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম

উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পাক জং চোন নামের ওই কর্মকর্তা কিম জং উনের পর দেশটির দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিলেন। গত সপ্তাহে কমিটির বার্ষিক সভায় এই দায়িত্ব পেয়েছিলেন তিনি।

আনুষ্ঠানিকভাবে পাক জং চোন নামের ওই কর্মকর্তাকে বরখাস্তের কোনও কারণ জানানো হয়নি।

২০১৫ সালেও একজন এক তারকা আর্টিলারি কমান্ডার ছিলেন পাক জং চোন। তবে ২০২০ সালের মধ্যেই তিনি একজন চার তারকা জেনারেল হিসেবে অভিষিক্ত হন। বিশেষ করে উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতিতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।