যে কারণে বাংলাদেশি-পাকিস্তানি দম্পতির ছেলের নাম ‘ইন্ডিয়া’

ছেলেকে ‘ইন্ডিয়া’ নামে ডাকছেন এক বাংলাদেশি-পাকিস্তানি দম্পতি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই নাম রাখার অদ্ভুত কারণ তুলে ধরে পোস্ট করে আলোচনার ঝড় তুলেছেন তারা।

পাকিস্তানি সংগীতবিদ ওমর ইসার স্ত্রী বাংলাদেশি। তাদের ছেলের প্রকৃত নাম ইব্রাহিম। প্রথম থেকেই বাবা-মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে অভ্যস্ত। একটু বড় হওয়ার পর তার জন্য আলাদা শয়নকক্ষের ব্যবস্থা করা হয়। কিন্তু আলাদা কক্ষ পেলেও সে বাবা-মায়ের মাঝখানেই ঘুমাতে পছন্দ করে। আর তাই মজার চলেই ছেলেকে ‘ইন্ডিয়া’ নামে ডাকেন এই দম্পতি। ফেসবুকে দেওয়া পোস্টে কৌতুক করে ওমর ইসা লিখেছেন, আমি পাকিস্তানি বংশোদ্ভূত এবং আমার স্ত্রী বাংলাদেশি। আমরা ইব্রাহিমকে একটি নতুন নাম দিয়েছি। আমরা এখন তাকে ইন্ডিয়া ডাকি। কারণ পাকিস্তানি ও বাংলাদেশি অভিভাবকের মধ্যখানে সে থাকছে। আমার জীবন জটিল করে তুলেছে ইন্ডিয়া! 

ফেসবুকে পোস্টটি ভাইরাল হয়েছে। মজা করে দেওয়া পোস্টটিতে নতুন বাবা-মায়ের প্রতি সন্তানকে নিজেদের মাঝখানে রাখার এই কঠিন সমস্যার বিষয়েও সাবধান করেছেন তিনি।

পোস্টটিতে বিভিন্ন ধরণের মজার মজার মন্তব্য করেছেন নেটিজেনরাও। একজন মন্তব্য করেছেন, বাবা-মায়ের মাঝখানে ঘুমানো বাচ্চাদের কাছে পছন্দের তালিকার শীর্ষে।

অপর একজন লিখেছেন, শিশুদের দোষারোপের উপায় নেই। আমিও আমার মেয়েকে তার কক্ষে রেখে এসেছিলাম, সে আবার আমাদের কাছেই এসে ঘুমায়।

সূত্র: টাইমস নাউ নিউজ