ইমরান খানের গৃহবন্দিত্ব নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তাকে লাহোরের জামান পার্কের বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়েছে। এ বিষয়ে রবিবার পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ‘পিটিআইয়ের চেয়ারম্যান ইমরানকে গৃহবন্দির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি।’ এ অবস্থায় তার গৃহবন্দিত্ব নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

লাহোরের জামান পার্কে পুলিশ ঘেরা বাড়ি থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে ইমরান বলেন, পাকিস্তান অঘোষিত সামরিক শাসনের অধীনে। ‘সেনা সমর্থিত’ সরকার তাকে কার্যত গৃহবন্দি করে রেখেছে।

৯ মে ইমরান খানকে গ্রেফতারের পর তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এরপর শুরু হয় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযান। তখন থেকেই কার্যত জামান পার্ক বাসভবনে অবস্থান করছেন তিনি।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী মহসিন নকভি সংবাদ সম্মেলনে বলেন, ‘লাহোরে খানের জামান পার্কের বাসভবনকে সাব-জেল ঘোষণা কিংবা তাকে গৃহবন্দি করার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।’

তিনি আরও বলেন, ইমরান খানের গৃহবন্দি সম্পর্কে ‘এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।’

চলতি মাসে সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ের কারণে আতঙ্কে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছেড়েছেন ডজনখানেক নেতা। পাঞ্জাব প্রদেশের দলত্যাগী ২৬ জন সাবেক সংসদ সদস্য ইতোমধ্য পাকিস্তান মুসলিম লিগ কায়েদ (পিএমএল-কিউ)-এ যোগ দিয়েছেন। ইমরান খান এই দল ত্যাগকে ‘জোরপূর্বক বিচ্ছেদ’ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: জিও নিউজ