জাপানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ২ সেনা

জাপানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় ২ সেনা নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৮ বছরের এক তরুণ প্রশিক্ষণার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) জাপানের গিফু অঞ্চলের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিং প্রশিক্ষণের সময় সহকর্মীদের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকেন অভিযুক্ত তরুণ। গুলিবিদ্ধ হয়ে ২৫ বছরের এক যুবকসহ দুইজন নিহত হন। আহত ব্যক্তির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনায় বেসামরিক কোনও ব্যক্তি জড়িত ছিল না বলেও প্রাথমিক জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল ঘটনা হলেও সম্প্রতি দেশটিতে উল্লেখযোগ্য হারে তা বেড়েছে। গত বছরের জুলাইয়ে এক সমাবেশে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। সূত্র: বিবিসি