‘দেশে ফিরছেন নওয়াজ, যোগ দেবেন নির্বাচনি প্রচারে’

পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী মাসেই লন্ডন থেকে ফিরছেন পাকিস্তান মুসলিম লিগের (এন) সভাপতি নওয়াজ শরিফ। জিও নিজের অনুষ্ঠান (ক্যাপিটল টক)-এ কথা জানান তিনি।

শাহবাজ শরিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সুরাহা করার পর আমি লন্ডন সফরে যেতে চাই। সেখানে তার সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবো। যদি সৃষ্টিকর্তা অনুমতি দেন, তিনি (নওয়াজ) পরের মাসে পাকিস্তানে ফিরে আসবেন।

নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশ ছাড়েন। একাধিক মামলার আসামি তিনি। বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আর ফেরেননি পাকিস্তনের এই সাবেক প্রধানমন্ত্রী। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোয় ক্ষমতায় বসেন শাহবাজ শরিফ। তখন থেকে নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয় দেশটির রাজনৈতিক মহলে।

তবে নওয়াজ দেশে প্রত্যাবর্তনে তত্ত্বাবধায়ক সরকারের কোনও বাধার মুখে পড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাহবাজ শরিফ বলেন, তিনি আইনি মুখোমুখি হবেন।

দেশে ফিরে সবকিছু ঠিকঠাক থাকলে নওয়াজ শরিফ পিএমএল-এনের হয়ে নেতৃত্ব দেবেন এবং আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রচরণা চালাবেন বলেও জানান তিনি। বিজয়ে হলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

এদিকে পাকিস্তানের পার্লেমেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে বুধবার রাতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়।