পাকিস্তানের সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। ওই হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছে। শনিবার (১৬ মার্চ) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) খবরটি নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আইএসপিআর বলেছে, আফগানিস্তানের সীমান্তবর্তী ওই এলাকার নিরাপত্তা চৌকিতে প্রথমে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক দল সন্ত্রাসী। এরপর সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় ওই ভবনের একটি অংশ ধসে পড়ে পাঁচ সেনা নিহত হন।

আইএসপিআর আরও জানিয়েছে, ওই সময় হামলাকারীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল কাশিফ। অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এসময় আরও দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কাশিফ আলী (৩৯) এবং ক্যাপ্টেন মুহাম্মদ আহমেদ বদর (২৩)। ঘটনার পর ওই এলাকায় এখনও অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। 

আইএসপিআরের তথ্য অনুসারে, এই মাসের শুরুতে উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে।

হামলার জন্য কারা দায়ী তা জানায়নি সামরিক বাহিনী। তবে নবগঠিত গোষ্ঠী, জইশ-ই-ফুরসান-ই-মুহাম্মদ এর দায় স্বীকার করেছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে ডেরা ইসমাইল খানের দারাবান এলাকায় সেনাবাহিনীর একটি কম্পাউন্ডে হামলা চালায় তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)-এর জঙ্গিরা। ওই হামলায় ২৩ সেনা নিহত হন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি সেনা।

হামলার নিন্দা জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।