জাপানের উপকূলে দক্ষিণ কোরীয় নৌযান ডুবে নিহত ৯

জাপানের উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি নৌযান ডুবে গেছে। ওই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন বলে বৃস্পতিবার (২১ মার্চ) জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ডুবে যাওয়া জাহাজের নাম প্রকাশ করেনি তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে বুধবার জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাঙ্কার পশ্চিম জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারের উপকূলে ডুবে গেছে। ১১ জন ক্রুর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই জন কোরিয়ান নাগরিক রয়েছেন। তারা আরও জানিয়েছে, একজন ইন্দোনেশিয়ানকে উদ্ধার করেছে জাপানের কোস্ট গার্ড।

এদিকে, এনএইচকে জানিয়েছে, কেওইয়ং সান নামের ট্যাঙ্কারটি খারাপ আবহাওয়ার কারণে নোঙর করেছিল। বুধবার সকালে সহায়তা চেয়ে বলেছে, জাহাজটি ডুবে যাচ্ছে। ট্যাঙ্কারটি ৯৮০ টন অ্যাক্রিলিক অ্যাসিড নিয়ে যাচ্ছিল।