বেইজিংয়ে উত্তর কোরিয়া ও চীনা প্রতিনিধিদের বৈঠক

বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি চীনে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শনিবার (২৪ মার্চ) সাক্ষাতের সময় উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার আন্তর্জাতিক বিভাগের পরিচালক কিম সং ন্যাম শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ আলোচনা’ করেছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউজে এই আলোচনা করেন তারা।

কেসিএনএ আরও জানিয়েছে, আলোচনায় ওয়াং বলেছেন, তার বিশ্বাস চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অধীনে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক ‘অপ্রতিরোধ্যভাবে অগ্রসর হবে।’

ওয়াংয়ের এমন মন্তব্যের পরই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরতদের আহ্বান জানিয়েছেন কিম।

গত সপ্তাহে কেসিএনএ জানিয়েছিল, বৃহস্পতিবার  চীন, ভিয়েতনাম এবং লাওসে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল বেইজিং পৌঁছেছে।

চলতি বছরের শুরুতে শি এবং কিম উভয় দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এরই প্রেক্ষিতে চীনে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের এই সফর।