তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প

তাইওয়ানের পূর্ব উপকূলে এক ডজনেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৭ মাত্রার। সোমবার (২২ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী তাইপেই-তেও। দ্বীপরাষ্ট্রটির আবহাওয়া বিভাগের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের পূর্বাঞ্চলয়ি গ্রামীণ কাউন্টিতে অনুভূত হয়েছিল। ওই স্থানে চলতি মাসের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৪ জন নিহত হন। এই ভূমিকম্পের পর তাইওয়ান শত শত আফটারশক অনুভূত হয়েছিল।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত এবং এটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল।

২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পের ঘটনায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

আর ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল ২ হাজারেরও বেশি মানুষ।