জাপানের আকাশসীমা ‘লঙ্ঘন’ করলো চীনা হেলিকপ্টার, টোকিওর প্রতিবাদ 

বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে জাপানের আকাশসীমা ‘লঙ্ঘন’ করেছে একটি চীনা হেলিকপ্টার। এ ঘটনায় চীনের প্রতি কড়া প্রতিবাদ জানিয়েছে টোকিও। শনিবার রাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

পূর্ব চীন সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ চীনে দিয়াওয়ু ও জাপানে সেনকাকু নামে পরিচিত। চীন এগুলোকে নিজেদের অঞ্চল দাবি করলেও বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। 

জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের রাষ্ট্রদূতের কাছে উপমন্ত্রী সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে জাপানের জলসীমায় চারটি চীনা কোস্ট গার্ড জাহাজ প্রবেশ ও একটি হেলিকপ্টার দ্বারা আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেদিকে নজর দিতে চীনকে আহ্বান জানানো হয়েছে। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১৫ মিনিট ধরে চীনের হেলিকপ্টারটি জাপানি আকাশসীমায় অবস্থান করছিল। এ ঘটনায় জাপানের সেলফ ডিফেন্স ফোর্সেস যুদ্ধবিমান মোতায়েন করে। স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে চীনের সরকারি হেলিকপ্টার দ্বারা এ ধরনের ঘটনা এই প্রথম। 

এদিকে, চীন দাবি করেছে, তাদের কোস্ট গার্ড হেলিকপ্টারটি বিতর্কিত দ্বীপপুঞ্জের আকাশসীমা থেকে একটি জাপানি বিমানকে তাড়িয়ে দিয়েছে। চীনের কোস্ট গার্ডের মুখপাত্র লিউ দেজুন বলেন, স্থানীয় সময় সকাল ১১টা ১৯ মিনিটে একটি জাপানি বেসামরিক বিমান অবৈধভাবে দ্বীপপুঞ্জের আকাশসীমায় প্রবেশ করে এবং পাঁচ মিনিট পর চলে যায়। 

চীন প্রায়ই দাবি করে যে, তারা জাপানি জাহাজ ও বিমানকে দ্বীপপুঞ্জের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। তবে জাপানি কর্মকর্তারা এএফপিকে বলেছেন, চীন কখনও কখনও এমন দাবি করে, যদিও বাস্তবে তা ঘটে না। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জাপানি কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, দ্বীপপুঞ্জের কাছে একটি ছোট জাপানি বেসামরিক বিমান চলাচলের ঘটনার প্রতিক্রিয়ায় চীন এমন পদক্ষেপ নিতে পারে। 

পূর্ব চীন সাগরে চীন ও জাপানের জাহাজগুলো নিয়মিতভাবে বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে বিপজ্জনক মুখোমুখি অবস্থানে যায়। চীন ও অন্যান্য দেশের মধ্যে পূর্ব ও দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনার জেরে জাপান ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।

সূত্র: এএফপি