আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রের উচিত হুমকি বন্ধ করা: চীন

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক আলোচনা হবে কি না, এ বিষয়ে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

লিন চিয়ান বলেন, আসলে এই শুল্ক যুদ্ধ যুক্তরাষ্ট্রই শুরু করেছে। চীনের মনোভাব সবসময় এক ও স্পষ্ট। যুদ্ধ চাইলে চীন শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে; আলোচনা চাইলে চীনের দরজা সবসময় খোলা।

যুক্তরাষ্ট্র সম্প্রতি বার বার বলেছে যে, দেশটি চীনের সঙ্গে আলোচনা করতে চায়। শুল্ক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। যদি যুক্তরাষ্ট্র সত্যি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়, তাহলে হুমকি ও চাপ প্রয়োগ বন্ধ করে সমান, সমতাসম্পন্ন এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে চীনের সঙ্গে সংলাপ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

সূত্র: সিএমজি