উ. কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সমালোচনার জবাব দিলো চীন

s3.reutersmedia.netউত্তর কোরিয়ার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছে চীন। উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ট্রাম্প চীনকে নিয়ে খুব বেশি হতাশ বলে টুইটারে জানিয়েছিলেন। ট্রাম্পের এ সমালোচনার জবাবে চীন জানিয়েছে, বেইজিংয়ের কারণে এই সংকট সৃষ্টি হয়নি। সব পক্ষকেই সমাধানে কাজ করতে হবে।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও জাপান চীনের সমালোচনা করে আসছে। এই দুই দেশের দাবি উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিতে সরিয়ে আনার জন্য চীনের উদ্যোগ যথেষ্ট নয়। উত্তর কোরিয়ার ঘনিষ্ট মিত্র হলেও পারমাণবিক কর্মসূচি চীনও ক্ষুব্ধ।

ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে রয়টার্সকে জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট চীনের কারণে হয়নি। সব পক্ষকেই এ সংকটের সঠিক অবস্থা অনুধাবন করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সংকট সমাধানে চীনের প্রচেষ্টার স্বীকৃতি দিতে হবে।

শুক্রবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করে উ. কোরিয়া। দেশটি দাবি করেছে, এটি যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম। উ. কোরীয় নেতা কিম জন উন ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার জবাবে একইদিনে দ. কোরিয়া আর যুক্তরাষ্ট্র যৌথভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া সম্পন্ন করে। এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুইটি বোমারু বিমানের মহড়া সম্পন্ন হওয়ার খবর জানানো হয়।

/এএ/