উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষা করবে চীন

করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিতি পাওয়া চীনের উহান শহরে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। আতঙ্কের বিষয় হচ্ছে, এবার সেখানে অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। সম্প্রতি স্থানীয়ভাবে সংক্রমিত সাত জনের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার সব বাসিন্দার করোনা পরীক্ষা করা হবে।

২০১৯ সালের ডিসেম্বরে এই উহান থেকেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ২০২০ সালের ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোভিডের তাণ্ডব মোকাবিলায় এখনও হিমশিম খাচ্ছে বিশ্বের বহু দেশ। তবে চীন এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সমর্থ হয়। কিন্তু সম্প্রতি নতুন করে সেখানেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বেইজিং। সূত্র: আল জাজিরা।