ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দায় সরব চীন

ইরানের সঙ্গে  ২৫ বছরের যৌথ কৌশলগত চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে চীন। শনিবার এই ঘোষণার পরই তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দুই দেশের মধ্যে গত মার্চে ২৫ বছরের ওই কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশ। এতে করে বেইজিং ও মস্কোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিদের সঙ্গে এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত ভেঙে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে অবৈধ একপাক্ষিক নিষেধাজ্ঞার বিরোধিতা অব্যাহত রাখবে চীন।

তিনি আরও বলেছেন, চীন মনে করে ইরানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র।