একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন

চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার একটি অফিসে একজনের শরীরে করোনাভাইরাসে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ ঘটনায় পুরো বিল্ডিংটি লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, রবিবার কোভিড নিয়ন্ত্রণ কর্মীরা ভেতরে আটকে থাকা কর্মীদের জন্য নিবিড়ভাবে সুরক্ষিত প্রবেশদ্বার দিয়ে বালিশ ও বিছানার বাক্স নিয়ে যান।

শীতকালীন অলিম্পিককে সামনে রেখে বেইজিংয়ে শীতের আগে ওমিক্রনের বিস্তার ঠেকাতে মরিয়া চীনা কর্তৃপক্ষ।

শনিবার একজনের ওমিক্রন শনাক্ত হওয়ার পরই শহরের পশ্চিম অংশে অবস্থিত বিল্ডিংটি সিল করে দেওয়া হয়েছে। সেখানে থাকা প্রত্যেকের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

বেইজিং-এর কর্মকর্তারা দ্রুত গতির ট্রেনে মাত্র ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দর শহর তিয়ানজিনে ওমিক্রনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে এমনিতেই উচ্চ সতর্কতায় ছিলেন। এর মধ্যেই বেইজিং-এও ভ্যারিয়েন্টটি শনাক্ত হলো।

কর্মকর্তাদের সংগৃহীত বিশদ নজরদারি তথ্য বলছে, বেইজিংয়ে ওমিক্রন শনাক্ত হওয়া ওই নারী নিশ্চিতভাবে আক্রান্ত কারও সংস্পর্শে যাননি। শেষ ১৪ দিনে তিনি বেইজিংয়ের বাইরে কোথাও যাননি। ফলে চীনের রাজধানী শহরে ওমিক্রনের গোষ্ঠীগত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।