সংবিধান সংশোধন করবে চীনা কমিউনিস্ট পার্টি

দলীয় সংবিধান সংশোধন করবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আগামী অক্টোবরের অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেসে এই উদ্যোগ নেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর পর আগামী মাসে ক্ষমতাসীন দলের নেতৃত্বের রদবদলের সময় দলীয় সংবিধান সংশোধন করা হবে। কিছু বিশ্লেষক বলছেন, নতুন উদ্যোগের মধ্য দিয়ে দলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব ও মর্যাদাকে আরও সুসংহত করা হতে পারে।

শুক্রবার সিনহুয়া জানিয়েছে, পলিটব্যুরো পরিবর্তনগুলি নির্দিষ্ট না করেই শি জিনপিংয়ের সভাপতিত্বে এক বৈঠকে দলীয় সংবিধানের একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কংগ্রেস তৃতীয় দফায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াবে বলে প্রতীয়মান হচ্ছে। এর মধ্য দিয়ে মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থানকে আরও সংহত করার সুযোগ পাবেন শি জিনপিং।