যুক্তরাজ্যে অ্যাপস্টোরে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য বাড়ালো অ্যাপল

আইফোনের পর্দায় বিভিন্ন অ্যাপগত বছর ম্যাকবুক ও আইম্যাক ডিভাইসের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল অ্যাপল। এবারে কোম্পানিটি যুক্তরাজ্যের বাজারে অ্যাপস্টোরের বিভিন্ন অ্যাপের দাম বাড়িয়েছে ২৫ শতাংশ পর্যন্ত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) অ্যাপল ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন বা অ্যাপ নির্মাতাদের কাছে পাঠানো এক ইমেইলে মূল্যবৃদ্ধির এ ঘোষণা দিয়েছে অ্যাপল। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ ও গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
অ্যাপ নির্মাতাদের কাছে পাঠানো ইমেইলে অ্যাপল জানিয়েছে, মুদ্রার বিনিময় হার বা কর ও শুল্কের হারে পরিবর্তনের মতো কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে আন্তর্জাতিকভাবে অ্যাপস্টোরের বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। বিভিন্ন সময়ে এই মূল্য হালনাগাদ করা হয়ে থাকে। আগামী সাত দিনের মধ্যে যুক্তরাজ্যের বাজারে অ্যাপস্টোরের নতুন এই মূল্য কার্যকর করা হবে বলে ওই ইমেইলে জানায় অ্যাপল।
অ্যাপলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে এই প্রথমবারের মতো অ্যাপস্টোরের বিভিন্ন পণ্যের মূল্যে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডের মধ্যে সমতা আসবে। এর আগে অ্যাপস্টোরের ৯৯ সেন্ট মূল্যের কোনও অ্যাপ্লিকেশন বা অ্যাপের মূল্য পাউন্ডে ছিল ৭৯ পেন্স। এবারে ওই অ্যাপ কিনতে খরচ করতে হবে ৯৯ পেন্স।
খবরে বলা হয়, অ্যাপলের অ্যাপস্টোর পণ্যের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দরপতনের প্রেক্ষিতে। গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে ব্রিটিশরা গণভোট দিলে পাউন্ডের মূল্য কমে যেতে থাকে। এ পর্যন্ত ডলারের বিপরীতে প্রায় ২০ শতাংশ মূল্য কমেছে পাউন্ডের। এতে যুক্তরাজ্য থেকে অ্যাপস্টোর পণ্যের আয় আনুপাতিক হারে কমে যায়। সেই ঘাটতি পূরণেই যুক্তরাজ্যের বাজারে অ্যাপস্টোর পণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
এর আগে গত বছরের অক্টোবর মাসে অ্যাপল জানিয়েছিল, যুক্তরাজ্যের বাজারে তাদের নতুন ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার ও ম্যাক মিনির দাম ২৫ শতাংশ পর্যন্ত বাড়ছে। পাউন্ডের দাম পড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিল অ্যাপল।

আরও পড়ুন-

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

নাইজেরিয়ায় ‘ভুলে’ বোমা হামলায় নিহত শতাধিক

/টিআর/এমএনএইচ/