‘মার্কিন নির্বাচনে হ্যাকিং’-র অভিযোগে স্পেনে রুশ হ্যাকার গ্রেফতার

0202121-3

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনকে হ্যাকিংয়ের মাধ্যমে প্রভাবিত করার অভিযোগে এক রাশিয়ান হ্যাকার ও কম্পিউটার প্রোগ্রামারকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। ৭ এপ্রিল বার্সেলোনা থেকে পিওতর লেভাশভ নামের এই হ্যাকারকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেভাশভকে পুলিশ কাস্টডিতে নিয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, লেভাশভকে স্পেন থেকে যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। এই অনুরোধ পরীক্ষা করে দেখবে স্পেনের জাতীয় আদালত।

স্পেনের একটি সংবাদমাধ্যম এল কনফিডেনসিয়াল জানিয়েছে, যুক্তরাষ্ট্র লেভাশভকে গ্রেফতারে একটি পরোয়ানা জারি করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় হ্যাকিংয়ের সহযোগিতার অভিযোগে লেভাশভের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

লেভাশভের স্ত্রী মারিয়া রুশ সম্প্রচার মাধ্যম আরটিকে জানিয়েছেন, নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগেই তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

ব্রায়ান ক্রেবস-সহ অনেক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ে শেভাশভের জড়িত থাকার কথা বলেছেন। রুশ স্পাম কিং বলে পরিচিত লেভাশব পিটার সেভেরা নামে হ্যাকিং করতেন বলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা।

জানুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে সহযোগিতার জন্য হ্যাকিংয়ের মাধ্যমে সহযোগিতার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প এই হ্যাকিংয়ের নিন্দা করেছেন তবে এতে করে নির্বাচন প্রভাবিত হয়নি বলে তার দাবি। অবশ্য মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে পুতিনের জড়িত থাকার বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। মার্কিন এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন পুতিন। সূত্র: বিবিসি।

/এএ/